নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের শেষ দিকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যার সময়কাল হতে পারে ৩ দিন। এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যভাগে প্রভাব ফেলবে।
আরও পড়ুন: কর্মকর্তাদের প্রধান ফটকে অফিস করার নির্দেশ
সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৯, ১০, ১১ জানুয়ারি ৩ দিন অথবা ১২ জানুয়ারিসহ মোট ৪ দিন স্বল্পকালীন একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হতে পারে। এর বেশিরভাগ প্রভাব পড়বে উত্তর-পশ্চিমাঞ্চলে। তবে মধ্যাঞ্চলেও মৃদু প্রভাব পড়তে পারে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ আরও বলেন, শীতকালে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার ফলে সৃষ্ট প্রাকৃতিক অবস্থাকেই আমরা শৈত্যপ্রবাহ বলে থাকি। এটি মূলত, শীত মৌসুমের একটি আবহাওয়াগত বৈশিষ্ট্য, যা নির্দিষ্ট অঞ্চলে তীব্র শীতল পরিস্থিতি সৃষ্টি করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, যখন সর্বনিম্ন তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তখন সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: দুর্ঘটনা রোধে বিআরটিএ’র আহ্বান
এতে আরও বলা হয়েছে, ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে দেশে শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা বেশি। ৮ ও ৯ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। ৯ বা ১০ জানুয়ারি দেশের কোনো কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে।
সান নিউজ/এএন