নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (সোমবার) সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে এবং তার পরের ২ দিন গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অফিসের দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।
আরও পড়ুন: খুলে দেওয়া হয়েছে ৭ নম্বর ভবন
পূর্বাভাসে জানায়, সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরপর মধ্যরাত-সকাল পর্যন্ত দেশে মাঝারি-ঘন কুয়াশা পড়তে পারে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের (২-১) জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় মধ্যরাত-সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি-ঘন কুয়াশা পড়তে পারে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: রিমান্ডে সাদপন্থি নেতা শফিউল্লাহ
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের উত্তারাঞ্চলে হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। এদিকে, মধ্যরাত-সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি-ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সান নিউজ/এমএইচ