নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া শেষে তিনি এক বক্তব্যে এ নির্দেশনা দেন।
আরও পড়ুন: তারেক রহমানের ৪ মামলা বাতিল থাকবে
ড. ইউনূস বলেন, যেই খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে বা প্রস্তুতি নেয়। তার খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও ততো বেশি। যুদ্ধের ক্ষেত্রেও এটি। সেনাবাহিনীর যুদ্ধ কৌশল ও দক্ষতা অনেক প্রশংসনীয়।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। তাই দেশের যেই কোনো পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বাস্তবসম্মত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে।
এই মহড়া পরিদর্শনে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ৩ বাহিনীর প্রধান।
সান নিউজ/এমএইচ