নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯০৮ টি মামলা করেছে।
বৃহস্প্রতিবার (২ জানুয়ারি) এ তথ্য জানায় ডিএমপির ট্রাফিক বিভাগ।
আরও পড়ুন: ঠান্ডা বাতাসে তীব্র হচ্ছে শীত
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ও বুধবার (১ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে ১৯০৮ টি মামলা করে। এ সময় ৪৩ টি গাড়িকে ডাম্পিং ও ৭২ টি গাড়িকে রেকার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ