নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের আগমনের উপলক্ষে মেট্রোরেল লাইনের আশেপাশে ফানুস না ওড়াতে অনুরোধ করেছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে এ অনুরোধকে উপেক্ষা করে ফানুস উড়ান তারা এর ফলে উত্তরা-মতিঝিল পর্যন্ত অগণিত ফানুস আঁচড়ে পড়ে লাইনে।
বুধবার (১ জানুয়ারি) সকালে ডিএমটিসিএল মহাব্যবস্থাপক (অপারেশন) মহাম্মদ ইফতিখার হোসেন এ তথ্য জানান।
আরও পড়ুন: যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
এদিকে, রাতভর ফানুস পরিষ্কার করেন ডিএমটিসিএল। এই গুলো অপসারণ করে মেট্রোরেল পরিচালনা করা হয় তার নির্দিষ্ট সময়ে। এতে ক্ষোভ প্রকাশ করেছে ডিএমটিসিএল। একই সাথে বিবেক জাগ্রত করে এই ধরনের কাজ পুনঃরায় না করার আহ্বান জানানো হয়েছে।
ডিএমটিসিএল মহাব্যবস্থাপক (অপারেশন) মহাম্মদ ইফতিখার হোসেন জানান, আমরা রাজধানীবাসীর কাছে অনুরোধ করে চিঠি দিলাম ফানুস না ওড়াতে। তবে তারা আমাদের আবেদন রাখেননি। তাদের উড়ানো বহু ফানুস মেট্রোরেল লাইনের আশেপাশে এবং লাইনে পড়লো। এ সময় আমাদের সার্ভিস টিম রাতভর এই ফানুস পরিষ্কার করেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই মেট্রোরেল পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ সময় আপশোসের বিষয় আমাদের কথা অমান্য করা হলো। তাদের বিবেক যদি জাগ্রত না হয় তবে পুলিশ দিয়েও ঠেকানো যাবে না।
সান নিউজ/এমএইচ