সংগৃহীত ছবি
জাতীয়
সচিবালয়ে আগুন

প্রাথমিক প্রতিবেদন জমা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামীকাল মঙ্গলবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তদন্ত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি এ তথ্য জানান।

আরও পড়ুন : মাঠ প্রশাসনই আসল সরকার

সিনিয়র সচিব বলেন, আমাদের প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কিছুক্ষণ আগে আরও একদিনের সময় চেয়ে নিয়েছি। কারণ কিছু টেস্ট আজ রাতে হবে। সেগুলোর রিপোর্ট আসলে আগামীকাল মঙ্গলবার আমরা প্রাথমিক প্রতিবেদন দিতে পারব।

তিনি বলেন, আপনারা জানেন, এখানে একসঙ্গে অনেকগুলো দল কাজ করছে। সেনাবাহিনীর টিম, বুয়েটের টিম, পিডব্লিউটির লোকেরা কাজ করছে, পুলিশ ও আইসিটির লোকেরাও কাজ করছে। আমরা সবাই টিম হয়ে কাজ করছি। তাদের কাছ থেকে আলামত সংগ্রহ করে সেগুলো আলোচনা করে একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কী বলা যায়।

আরও পড়ুন : আজ প্রাথমিক প্রতিবেদন দেবে কমিটি

সচিব নাসিমুল গণি বলেন, সেটা করতে গিয়ে আমরা দেখতে পারছি কিছু জিনিসের ল্যাব টেস্ট করা হয়েছে। আজকে কিছু আলামত নেওয়া হয়েছে সেগুলোও টেস্ট করা হচ্ছে। সেগুলো হলে আমরা আবার কালকে বসব। তখন আমরা একটা প্রাথমিক ধারণা নিতে পারব।

তাহলে কি মঙ্গলবার প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন? এমন প্রশ্নের জবাবে নাসিমুল গণি বলেন, আমরা আশা করছি আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে পারব। যদি পারি তার আগেই দিয়ে দেবো। তবে আমরা বিকেল ৫টা পর্যন্ত সময় নিয়েছি।

যেসব আলামত আমাদের দেশে পরীক্ষার সুযোগ নেই সেগুলো বিদেশে পাঠানো হবে কি না? এমন প্রশ্নের জবাবে সিনিয়র এই সচিব বলেন, আমরা আগেই বলেছি, কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। এটা আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল। যেখানে এসব পরীক্ষার সুযোগ আছে সেখানেই পাঠানো হবে।

আরও পড়ুন : অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

প্রাথমিকভাবে আপনারা কী দেখতে পেলেন জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের প্রশ্ন এখন করবেন না, আমি বলতে পারব না।

চূড়ান্ত প্রতিবেদন কত দিনের মধ্যে দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিদেশে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত যাবে এবং আসবে, এতে কিছু সময় লাগবে। তবে যত দ্রুত করা সম্ভব আমরা সেটা করব।

সিসিটিভি ফুটেজে কোনো কিছুর আলামত পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এই মুহূর্তে আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছি না। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে সে সময় কিছু বলার প্রয়োজন হলে বলা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে ও উৎস...

মুন্সীগঞ্জে নতুন বই বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে নতুন বছরের প্রথম দ...

রামগড়ে চোলাই মদসহ আটক ২

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে দশ...

ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রদ...

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে প্র...

রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর...

ইসরায়েলি হামলায় নিহত গাজার পুলিশ প্রধান 

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গা...

পিএসসিতে আরও ৬ সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে সাংবিধানিক প্রতি...

বাড়ছে না এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: চলতি জানুয়ারি ম...

চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস 

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসেই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা