নিজস্ব প্রতিবেদক : দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন : মাঠ প্রশাসনই আসল সরকার
সোমবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রাম জেলার এসপি, সিআইডির মো. মিজানুর রহমানকে টাঙ্গাইল জেলার এসপি, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুর জেলার এসপি এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সান নিউজ/এমআর