নিজস্ব প্রতিবেদক: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। চট্টগ্রাম-ঢাকায় ফেরার পথে হামজা এক্সপ্রেস পরিবহনে তার সাথে এ ঘটনা ঘটে।
সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: বিশ্বে বায়ুদূষণে ৩য় স্থানে ঢাকা
তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু বলেন, আমরা জানতে পারি হামজার এক্সপ্রেস পরিবহনে (ঢাকা মেট্রো- ব ১৪-০২৫৬) করে চট্টগ্রাম-ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। এ সময় তার যাত্রাবাড়ী নামার কথা ছিলো। তবে যাত্রাবাড়ীতে না নেমে সায়দাবাদ বাস টার্মিনালে
চলে আসেন। এ সময় বাসের সুপারভাইজার পারভেজ তাকে অনেক ডাকাডাকি করলে তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। এরপর বাসের সুপারভাইজার আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি।
তিনি আরও জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সম্ভবত অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিনি। এই ঘটনায় তার কাছ থেকে কোন কিছু খোয়া গেছে কিনা সেই বিষয়টি এখনও জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের ৬০১ নম্বর ওয়ার্ডে আছেন।
সান নিউজ/এমএইচ