নিজস্ব প্রতিবেদক: সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হবে। এ কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা এ সকল কথা জানান।
আরও পড়ুন: আলোচিত পুলিশ সদস্য সানজিদা বরখাস্ত
উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, রাজধানীর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রোববার তাদেরকে জানিয়েছেন যে, আজ সোমবার এর প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবেন। এই তদন্তকাজ চলমান। তবে তদন্তকাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় কিছু আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ সময় তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা করা হতে পারে।
জানানও হয়, এই তদন্তে আলামত রক্ষার স্বার্থেই সচিবালয়ে সাংবাদিকসহ মানুষ চলাচল সীমিত করা হয়েছে, তবে কাল থেকে ১ম পর্যায়ে ২০০ অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা, তবে যৌক্তিক কারণে অন্যদেরও পাস নেয়ার সুযোগ থাকবে।
সান নিউজ/এমএইচ