নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীতে একটি ২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: সচিবালয়ের সব অস্থায়ী পাস বাতিল
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শনিবার বিকেল ৪টার দিকে আমাদের কাছে সংবাদ আসে মহাখালীর ৭ তলা বস্তির পেছনে ২ তলা একটি ভবনে আগুন লেগেছে। এরপর আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভবনটি একটি আবাসিক ভবন। এই খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ সময় আরও ১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে এই আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও এই ঘটনায় হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
সান নিউজ/এমএইচ