নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ভবনের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
আরও পড়ুন: রাষ্ট্র গঠনে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে হবে
বুধবার (২৫ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. গোলাম রব্বানী জানান, মঙ্গলবার রাত সোয়া একটার দিকে উত্তরার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ভবনের সামনের রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাত ওই ব্যক্তি। প্রথমে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আজ ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক ঘোষণা মৃত করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সান নিউজ/এএন