নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও শহীদ আনোয়ারা পার্ক নিয়ে আমরা নতুন করে ভাবছি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আরও পড়ুন : চিরনিদ্রায় শায়িত হাসান আরিফ
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।
পরিবেশ উপদেষ্টা বলেন, প্লাস্টিকের বোতল ও পলিথিন ব্যবহারের কারণে খাবারে ও মায়ের দুধের সঙ্গে মাইক্রোপ্লাস্টিক মিশে যাচ্ছে। এ অবস্থায় চটের ব্যাগকে আমরা পলিথিনের ব্যাগের বিকল্প ভাবতে পারি।
আরও পড়ুন : খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা, নিহত ৩
এ সময় রিজওয়ানা হাসান ঢাকায় ২৫টি খাল শনাক্ত করা হয়েছে বলেও জানান।
প্রসঙ্গত, কারওয়ান বাজার-সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও ফার্মগেটের শহীদ আনোয়ারা পার্ক রক্ষার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করছেন পরিবেশপ্রেমীরা।
সান নিউজ/এমআর