নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: যানজট নিরসনে ইতিবাচক পরিবর্তন চায়
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০.৩৮ মি. এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ।
ফায়ার সার্ভিস জানায়, উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০.৪৪ মি. পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে আহ্বান
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, শুক্রবার ১০.৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের ৮ টি ইউনিট যায়। পরে আরেকটি ইউনিট যোগ দেয়। বর্তমানে ঘটনাস্থলে আমাদের ৯ টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সান নিউজ/এএন