নিজস্ব প্রতিবেদক: লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে দেশে ফেরত আসতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী-ড. ইউনূসের বৈঠক
বুধবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেয়।
আদেশে বলা হয়, লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান বর্তমানে তার দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে।
সান নিউজ/এমএইচ