নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জ জেরার রূপালী ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে, এ খবরে এলাকাবাসীরা এই ব্যাংকটির সামনে অবস্থান নিয়েছে। এরপর খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটির বাইরে থেকে ঘিরে রেখেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় ব্যাংকটিতে ঢুকে ডাকাত দলের সদস্যরা। এ সময় ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: ৬ দফা দাবিতে সাদপন্থিদরা
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টায় কেরানীগঞ্জের পূবালী ব্যাংকের একটি শাখাতে ১ দল ডাকাত প্রবেশ করে। এর পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে ব্যাংকের পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে মাইকিং করে এই তথ্য জানানো হয়। এই ঘটনার পরপর পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাংকটি বাহির থেকে ঘিরে রেখেছেন।
ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই খবর আমরা জানতে পেরেছি দুপুর ২টায় ডাকাত দলের সদস্যরা ব্যাংকটিতে প্রবেশ করে। এ সময় আমাদের কাছে তথ্য এসেছে যে, তাদের হাতে অস্ত্র রয়েছে। তবে আমরা তাদেরকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।
সান নিউজ/এমএইচ