নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটির প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি-ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশের তাপমাত্রা আরও নেমে আসবে । এর ফলে শীত বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ডি-৮ সম্মেলন
মিসরের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস
সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৬টা-পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি-ভারি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা মঙ্গলবার সন্ধ্যা ৬টা-পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। মধ্যরাত-সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা-মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অপরদিকে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: লেবানন থেকে দেশে ফিরেছে ৯৪
অন্যদিকে, শেষের ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা-মাঝারি ধরনের বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি কমতে পারে।
সান নিউজ/এমএইচ