নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৯৪ জন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে তারা দেশে ফেরেন।
আরও পড়ুন: ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৯৪ জন। তাদেরকে সম্পূর্ণ সরকারি ব্যয়ে গত রাত ১১টায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
এই পর্যন্ত ১৭ ফ্লাইটে সর্বমোট ১,১৪২ জন বাংলাদেশি নাগরিককে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
এদিকে, প্রত্যাবাসনকৃত প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা হাতখরচ, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করেছে আইওএম।
সান নিউজ/এমএইচ