নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেছেন, সম্পদ বিবরণী জমা দেব, আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত।
আরও পড়ুন: সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা বাংলাদ...
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
নতুন কমিশনার বলেন, আমিও সম্পদ বিবরণী জমা দিতে রাজি। আজ যেহেতু আমি যোগদান করেছি। আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না তা প্রকাশ্যে থাকা উচিত। আমাদের কী সম্পদ আছে; আমরা যখন এ কমিশন ছেড়ে চলে যাব তখন আমাদের আমাদের সম্পদ কী আছে তা দেশবাসীর জানা উচিত।
আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সান নিউজ/এএন