নিজস্ব প্রতিবেদক: দেশে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিয়ে সরে যাব
এই বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সফরের ২য় দিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে এই বৈঠকের পর দুপুরে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এই বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। এরপর ২ শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।
তার এই সফরের ৩য় দিন সোমবার (১৬ ডিসেম্বর) জোসে রামোস হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন। এর পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধও পরিদর্শন করবেন। ৫৪তম বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
তার আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ৪ দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোর্তা। এ সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন: বায়ুদূষণে অস্বাস্থ্যকর ঢাকার বাতাস
এ সময় তাকে লালগালিচায় সংবর্ধনা দেওয়া হয়। হোর্তার সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের প্রতিনিধিও এসেছে।
সান নিউজ/এমএইচ