নিজস্ব প্রতিবেদক: আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭.৫ মি. প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টা এ শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: কবি হেলাল হাফিজ আর নেই
এদিকে, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এর পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর একটি চৌকস দল।
অপরদিকে, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা।
১৯৭১ সালের (১৪ ডিসেম্বরের) হত্যাকাণ্ড ছিলো পৃথিবীর ইতিহাসে অখ্যাত বর্বর ঘটনা। পাকিস্তানি বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর রাজধানীর মিরপুর ও রায়েবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের মরদেহ ফেলে রাখে।
আরও পড়ুন: একদিনে প্রাণ গেল আরও ৪ জনের
১৯৭১ সালের (১৬ ডিসেম্বর) বিজয় অর্জনের পরপরই নিহত বুদ্ধিজীবীদের নিকট-আত্মীয়রা রাজধানীর মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে স্বজনের মরদেহ খুঁজে পায়। ঐ সময় বুদ্ধিজীবীদের নিথর দেহজুড়েই ছিলো আঘাতের চিহ্ন, চোখ, হাত, পা বাঁধা, কারও কারও শরীরে একাধিক গুলি ও অনেককে হত্যা করা হয়েছিলো ধারালো অস্ত্র দিয়ে জবাই করে। মরদেহর ক্ষতচিহ্নের কারণে অনেকেই তাদের প্রিয়জনের লাশ শনাক্তও করতে পারেননি।
সান নিউজ/এমএইচ