নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে রাজধানী ঢাকায় ফিরলেন ৮৫ জন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৭.২১ মি. বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে তারা দেশে পৌঁছান।
আরও পড়ুন: ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
এদিকে, বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান- পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা।
এ সময় তাদের প্রত্যেককে ৫,০০০ টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে আইওএম। এরপর কর্মকর্তারা লেবাননে চলমান সংঘর্ষের মধ্যে ফিরে সকলের কাছ থেকে তাদের নিজ নিজ অভিজ্ঞতার কথা শোনেন।
অপরদিকে, সম্প্রতি লেবাননে বোমা হামলায় ১ প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়।
সান নিউজ/এমএইচ