নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত এবং পরবর্তী সময়ে ক্ষমা পাওয়া আরও ২৭ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।
আরও পড়ুন : ‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত
সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় তারা দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ফেরতদের বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। প্রবাসী নেটওয়ার্কের বাংলাদেশের আহ্বায়ক ইসমাইল হোসেন ফাহিম বলেন, ১৮৮ জন প্রবাসীকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার।
আরও পড়ুন : বাতিল হচ্ছে ৫৭ লাখ টিসিবি কার্ড
এর আগে গত ২ ডিসেম্বর ২৪ জন দেশে ফিরেছেন।
প্রসঙ্গত, আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ প্রবাসীকে গত ২৯ নভেম্বর ক্ষমা ঘোষণা করে আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে মুক্তি দিল দেশটি।
সান নিউজ/এমআর