নিজস্ব প্রতিবেদক: বদলি ও পদোন্নতির বিষয়ে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে তদবির করছেন খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। যৌক্তিক বিষয়ে তদবীর না করে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকদের (ডিজি) কাছে আবেদন পাঠানোর আদেশ জারি করেছে খাদ্য অধিদপ্তর।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বিদ্রোহ হবে
সম্প্রতি খাদ্য অধিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি মহাপরিচালক বরাবর বদলি, পদোন্নতিসহ বিভিন্ন প্রকার আবেদন করে তা বিভিন্ন তদবিরকারকদের হাতে দিয়ে দিচ্ছেন। যা অপেশাদার, শিষ্টাচার বহির্ভূত এবং সরকারি চাকরি আইন, ২০১৮ পরিপন্থি।
সান নিউজ/এএন