নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে মসজিদের উত্তর গেটে পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছেন সাদা পোশাকধারী ডিবি পুলিশের সদস্যরা। যারা মসজিদের ভেতরে ঢুকছেন এ সময় সন্দেহজনক হলে তাদের তল্লাশি করা হচ্ছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে এ চিত্রই দেখা যায়। যে সকল মুসল্লি ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে ঢুকছেন তাদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এতে পল্টন মোড় থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: ইসির নতুন সচিব আখতার
তবে সংশ্লিষ্টরা জানায়, এই এলাকায় কোনো ঝুঁকি বা অনভিপ্রেত ঘটনার সম্ভাবনা নেই। এ সময় স্বাভাবিকভাবেই প্রতি শুক্রবারই এমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে মসজিদের ভেতরে যারা প্রবেশ করেন তাদের মধ্যে সন্দেহভাজন ও ব্যাগ নিয়ে যারা প্রবেশ করছেন তাদের তল্লাশি করা হচ্ছে। এটি সাধারণ মুসল্লিদের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে।
সান নিউজ/এমএইচ