নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামে কোন নারীকে তার একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ দেননি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আরও পড়ুন: ধর্মীয় নেতাদের সঙ্গে বসছেন ড. ইউনূস
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি Sanjida.Sahanaz নামক এক ফেইসবুক আইডি থেকে দাবি করেছেন যে, “আজ থেকে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছি। সকলের কাছে আমি দোয়া চাই।”
তবে প্রকৃত তথ্য হচ্ছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ‘সানজিদা শাহানাজ’ নামের কোন নারীকে একান্ত সচিব হিসেবে নিয়োগ দেননি।
এই আইডি থেকে আইন উপদেষ্টার পিএস হিসেবে দাবি করে যে সকল তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
আরও পড়ুন: মামলায় নাম থাকলেই গ্রেফতার নয়
এই নামে কেউ আইন উপদেষ্টার একান্ত সচিব দাবি করলে তাকে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সান নিউজ/এমএইচ