নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য যেসব আবেদন করা হয়েছে সেগুলো আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আরও পড়ুন : ড. ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর
রোববার (১ ডিসেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট (তথ্য ব্যবস্থাপনা) মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সব আঞ্চলিক, সিনিয়র জেলা, জেলা, অতিরিক্ত জেলা, উপজেলা, থানা, সহকারী উপজেলা ও সহকারী থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ১৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে থাকা সকল আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিষ্পত্তি করবেন; তদন্তাধীন থাকা আবেদন তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলসহ নিষ্পত্তিকারী কর্মকর্তা নিষ্পত্তি করবেন; যে সকল আবেদনের ক্ষেত্রে ভোটারদের কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছিল সে সকল আবেদনের চাহিত ডকুমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করে থাকলে তা বাতিল করবেন; যে সকল আবেদনের ক্ষেত্রে ভোটারদের সাক্ষাৎকার চাওয়া হয়েছিল তাদের সাক্ষাৎকার নিষ্পত্তি করতে হবে। যদি ভোটার সাক্ষাৎকারের জন্য না আসে তাহলে আবেদন বাতিল করে নিষ্পত্তি করতে হবে; ২০২০ সালের ৩১ ডিসেম্বর অথবা এর আগের যে সকল আবেদন পরবর্তীতে ক্যাটাগরি করা হয়েছে সেসব আবেদনগুলোও এই সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
সান নিউজ/এমআর