নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ড. ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় মগবাজার রেলগেট এলাকায় রেল ক্রসিংয়ের সিগন্যাল নামানোর পরেও রেললাইন ঘেঁষে ইউটার্ন নিচ্ছিলো অনেক গাড়ি। এ সময় তেজগাঁও থেকে আসা দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা ২ জন আহত হয়।
সান নিউজ/এমএইচ