নিজস্ব প্রতিবেদক: দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আরও পড়ুন: সচিবালয়ে কর্মচারীদের কর্মসূচি স্থগিত
রোববার (১ ডিসেম্বর) তাকে ৩ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে এই নির্দেশ দেন।
গত (৩ সেপ্টেম্বর) সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে পুনঃরায় ৭টি মামলায় ৪৩ দিনের রিমান্ড দেওয়া হয়। এর পরে ফের এই মামলায় ৩ দিনের রিমান্ড দেন আদালত।
সান নিউজ/এমএইচ