নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এমন অবস্থায় দেশের তাপমাত্রা কমে বাড়তে পারে শীত।
আরও পড়ুন : সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে
শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, আজ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে। কালকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে।
সান নিউজ/এমআর