নিজস্ব প্রতিবেদক:
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মন্ত্রিসভায় রদবদল করলো সরকার।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই দায়িত্ব পুর্নবণ্টন করেন।
সরকারের নতুন এই আদেশে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ এর দায়িত্ব দেয়া হয়।
এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এর আগে বেশকিছুদিন ধরে মন্ত্রীপাড়া সহ সরকারের বিভিন্ন মহলে মন্ত্রীসভার রদবদল নিয়ে কানাঘুষা শোনা যায়।
আজ মন্ত্রণালয়ের এই তিন দফতরের দায়িত্ব পুর্নবণ্টনের মাধ্যমে তা বাস্তবে রূপ নিল।
সান নিউজ/সালি