নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ১টি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনার ফলে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় ট্রেন বিলম্বের জের কাটিয়ে সিডিউল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: মামলা না নিলে ওসিকে সাসপেন্ড
সোমবার (২৫ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর উত্তরার আজমপুরের জয়নাল মার্কেট এলাকায় বিমানবন্দর স্টেশন ছেড়ে যাওয়ার পর একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এর ফলে (ঢাকা-টঙ্গী-ঢাকা) সেকশনের আপ লাইন (ঢাকা-টঙ্গী) বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকা স্টেশনে থাকা ট্রেনগুলো বিলম্বের শিকার হয়।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন সকাল সাড়ে ১১টায় জানান, বর্তমানে ২টি লাইন ক্লিয়ার আছে। তবে কনটেইনার ট্রেন ডি-রেল হওয়ার পর শুধুমাত্র ডাউন লাইনে (টঙ্গী-ঢাকা) ট্রেন চলাচল করেছে। এর ফলে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়েছে।
সান নিউজ/এমএইচ