নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি আদায়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান ছেড়ে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
আরও পড়ুন: জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই
রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে তারা জাতীয় প্রেস ক্লাব এলাকা ছেড়ে দেন এবং এরপর থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।
অটোরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা সেখানে অবস্থান নেন। এ সময় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে আসা চালকরা জানান, তারা কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। চিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালক অবরোধে যোগ দিতে আসছেন।
প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে করে লাল ব্যানার নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন।
প্রসঙ্গত, ১৯ নভেম্বর উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সান নিউজ/এএন