নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছে। এদিকে দগ্ধদের মধ্যে ৩ জনে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার (২৪ নভেম্বর) ভোরে এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সকাল ৭টায় দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: সাবেক প্রধান বিচারপতি রুহুল আর নেই
দগ্ধরা হলো, আব্দুল খলিল (৪০), মো রুমা আক্তার (৩২), আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান বলেন, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের ৯৫ শতাংশ দগ্ধ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ দগ্ধ, মোহাম্মদের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। এই ৩ জনকে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ সময় ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
সান নিউজ/এমএইচ