নিজস্ব প্রতিবেদক: আজ দুপুরে শপথ নেবেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বাকি ৪ নির্বাচন কমিশনার (ইসি)।
শুক্রবার (২২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানায়।
আরও পড়ুন: আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
তিনি জানান, রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ বাক্য পাঠ করাবেন।
তার আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তার সাথে ৪ নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়।
তারা হলো, সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
দেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী তাদেরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন: বিচারের আগে আ.লীগের পুর্নবাসন নয়
নিয়োগ পাওয়ার পর সেই দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দীন জানান, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা তা করব, ইনশাআল্লাহ। যে দায়িত্ব এসেছে, তা আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে।
সান নিউজ/এমএইচ