নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আরও পড়ুন : বাজার সহনশীল করার চেষ্টা করছি
শনিবার (২৩ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে এক কল্যাণ সভায় ডিএমপির তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে হবে। ঢাকা মহানগর ও ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে। এ দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।
ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীকে সর্বোচ্চ নিরাপদে রাখতে ডিএমপির সব সদস্য কাজ করে যাচ্ছেন। সবাইকে (ডিএমপি) আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি
তিনি বলেন, ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই মানুষকে উত্তম সেবা দেওয়া সম্ভব।
সাজ্জাত আলী আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়। আমরা এ দেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।
সান নিউজ/এমআর