নিজস্ব প্রতিবেদক: ইউনাটেড গ্রুপের কর্ণধার হাসান মাহমুদ রাজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আরও পড়ুন : সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন
রোববার (১৭ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলি গুলশান) আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলাটির বাদী ইউনাইটেড গ্রুপের এতদিনের অংশীদার ফরিদুর রহমান খান। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া যোবায়ের হাসান মাহমুদ রাজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেন।
হাসান মাহমুদ রাজা বর্তমানে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা ও ইউনাইটেড হাসপাতালের পরিচালক।
আরও পড়ুন : ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ
জাল-জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়িক লেনদেনে বিশ্বাসভঙ্গের অভিযোগে রাজাসহ ৪ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়।
অন্য আসামিরা হলেন- ইউনাইটেড হাসপাতালের এফসিএ মোস্তাক আহমেদ, সাব্বির আহমেদ ও কোম্পানি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
মামলার তদন্ত শেষে রোববার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন দাখিল করেছে। এরপর শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শুনানিতে বিবাদিরা কেউ উপস্থিত ছিলেন না।
সান নিউজ/এমআর