নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ নভেম্বর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা।
আরও পড়ুন: সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে
এদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। এরপর রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে। পরে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত সোমবার (১১ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার পরেরদিন মঙ্গলবার (১২ নভেম্বর) এই মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সান নিউজ/এমএইচ