নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) এখতিয়ারের বাইরে কোনো কর্মকর্তাকে অফিসের গাড়ি ব্যবহার না করতে নির্দেশ দিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসা এক নির্দেশনার আলোকে এমন নির্দেশনা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: খাদ্য মজুত বাড়ানো আমাদের লক্ষ্য
ইসির সাধারণ সেবা শাখার সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ ইতোমধ্যে নির্দেশনাটি কর্মকর্তাদের পাঠিয়েছেন।
নির্দেশনায় জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরকারি কর্মচারীদের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার বারিতকরণের লক্ষ্যে পত্র জারি করা হয়েছে। ওই পত্রের বর্ণিত নির্দেশনাগুলো নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর সকল কর্মকর্তা-কর্মচারী কর্তৃক পরিপালন করা আবশ্যক। তাই নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায় কার্যালয়গুলোর সকল কর্মকর্তা-কর্মচারীকে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের উপসচিব থেকে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা সরকারি এবং বিভিন্ন প্রকল্প থেকে গাড়ি ব্যবহার করেন।
সান নিউজ/এএন