নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম এ আদেশ দেন। এই দিন তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আদালতে হাজির করা হয়।
আরও পড়ুন: ঢামেকে হাসপাতালে অজ্ঞাত লাশ উদ্ধার
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক জাকির হোসাইন জানান, রাউজান থানার একটি অস্ত্র মামলায় সাবেক রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরপর মামলার শুনানি শেষে তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর পরে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
সান নিউজ/এমএইচ