নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট।
রোববার (১০ নভেম্বর) ভোর ২টায় এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: সারাদেশে বিজিবি মোতায়েন
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লাগার খবর পাই। এরপর সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কিন্তু কীভাবে ট্রাকে আগুন লেগেছে এবং এই ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
সান নিউজ/এমএইচ