নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চ শেখরে যাবে।
আরও পড়ুন : ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক।
আরও পড়ুন : কঠোর হাতে চাঁদাবাজি দমন করা হবে
ট্রাম্পের টুইট প্রসঙ্গে প্রেস সেক্রেটারি বলেন, এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। আগে তাকে মিস ইনফর্ম করা হয়েছে। আমরা মনে করি ট্রাম্প এখন সঠিক পিকচার দেখবেন। মাইনরিটি নিয়ে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন আছে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর