নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে আগামী দুই বছরে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আরও পড়ুন : পলিথিন বন্ধে অভিযান
শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই এই সরকার গঠিত হয়েছে।
আরও পড়ুন : ভোলায় ১৯টি কূপ খনন করা হবে
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণরা স্বাধীনতার জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। নতুন দেশ গঠনে তরুণরাই মূল চালিকাশক্তি।
নাহিদ আরও বলেন, তরুণদের নিয়ে শুধু বাংলাদেশের মানুষই নয় সমগ্র পৃথিবী নতুন করে ভাবছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কারণ বাংলাদেশের তরুণরা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবীকে একটি নতুন পথ দেখিয়েছে। ফলে এই তারুণ্য বাংলাদেশকে পরবর্তীতে কোথায় নিয়ে যাবে পুরো পৃথিবী এখন সেটি দেখার অপেক্ষায়।
সান নিউজ/এমআর