নিজস্ব প্রতিবেদক: দেশের ২ বিভাগে বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য সকল জায়গায় মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
রোববার (২৭ অক্টোবর) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী এবং রংপুর বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সান নিউজ/এমএইচ