নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে (২১ অক্টোবর-৪ নভেম্বর) পর্যন্ত ১৫ দিনব্যাপী ‘ট্রাফিক পক্ষ’ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক পক্ষের ৩য় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৩১টি মামলায় ৬৫,৪৮,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান ।
তিনি বলেন, বুধবার (২২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে ১৭৩১টি মামলায় ৬৫,৪৮,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১০৩টি গাড়ি ডাম্পিং ও ৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ