নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে সোমবার (২১ অক্টোবর-৪ নভেম্বর) পর্যন্ত ১৫ দিনব্যাপী শুরু হয়েছে ‘ট্রাফিক পক্ষ’ কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক পক্ষের ২য় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮০২টি মামলায় ৭২,৮০,৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি ইস্যু এড়িয়ে গেলেন
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ সকল তথ্য জানান।
তিনি জানায়, মঙ্গলবার (২২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে ১৮০২টি মামলায় ৭২,৮০,৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৭৪টি গাড়ি ডাম্পিং ও ২৪টি গাড়ি রেকার করা হয়েছে।
সান ডিনউজ/এমএইচ