নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে আজ ৪র্থ দফায় সংলাপে বসতে যাচ্ছে। গত সপ্তাহের মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ এ সংলাপ শুরু হবে।
আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে
এ সংলাপে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনকেন্দ্রিক সংস্কার, নির্বাচনী রোডম্যাপ, দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এই সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলো হচ্ছে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় পার্টি-বিজেপি ও লেবার পার্টি।
তার আগে শনিবার (৫ অক্টোবর) বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সান নিউজ/এমএইচ