নিজস্ব প্রতিবেদক: দেশের ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ সকল তথ্য জানায়।
আরও পড়ুন: ৬ অঞ্চলে বৃষ্টির আভাস
পূর্বাভাসে বলা হয়, দেশে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় সারাদেশে তাপমাত্রা কমার পাশাপাশি কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সান নিউজ/এমএইচ