নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি (২৪-২৫ অক্টোবর) দেশের উপকূলে আঘাত করতে পারে।
শুক্রবার (১৮ অক্টোবর) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ আবহাওয়া পূর্বাভাস দিয়ে এ সকল কথা জানায়।
আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে
তিনি জানান, (২১-২৬ অক্টোবরের) মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এ ঘূর্ণিঝড়টি কম/মাঝারি শক্তিসম্পন্ন হতে পারে। এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা (২৪-২৫ অক্টোবর) দেশের উপকূলে আঘাত করতে পারে। কিন্তু স্থান-কাল নির্দিষ্ট করে বলতে হলে (২০ অক্টোবর) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই মাসের শুরুতে দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছিলো, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
সান নিউজ/এমএইচ