নিজস্ব প্রতিবেদক: দেশে আগামী ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। মূলত সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে এনআইডি সেবা বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসির সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান সংশ্লিষ্টদের এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
আরও পড়ুন: ১০ জেলায় ঝড়ের আভাস
চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার-শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। এ জন্য কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), সিটিজেন পোর্টাল, প্রবাসী নাগরিক নিবন্ধন ও কল সেন্টার (তথ্য সেবা) সংক্রান্ত সকল নাগরিক সেবা বন্ধ থাকবে।কিন্তু যে সকল প্রতিষ্ঠান ইসির সাথে চুক্তি করেছে তারা এই সময়ে সীমিত পরিসরে সেবা পাবে।
সান নিউজ/এমএইচ