নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় বুধবার ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১২৫৪টি মামলায় ৫১,৩৬,৫০০ টাকা জরিমানা এবং ৭৮টি গাড়িকে ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ সকল তথ্য জানায়।
আরও পড়ুন: মবিন চৌধুরীর বাসায় অভিযান
তিনি জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে দিন-রাত কাজ করছে ট্রাফিক পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইনে ১১২৫৪টি মামলায় ৫১,৩৬,৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় এবং ৭৮টি গাড়িকে ডাম্পিং ও ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।
সান নিউজ/এমএইচ